ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: জার্মানির বায়ার্নে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুজনের শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। হেসেন প্রদেশে আরও একজনের শরীরে এ ভাইরাসের অস্তিত্ব থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
অবশেষে শঙ্কাই যেন সত্যি হলো। বেলজিয়াম, ইতালি, চেক রিপাবলিক ও নেদারল্যান্ডসের পর এবার জার্মানিতেও পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন রূপ পাওয়া B.1.529 ওমিক্রন ভাইরাসের অস্তিত্ব। গত ২৪ নভেম্বর দেশটির বায়ার্নের মিউনিখ বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকা ফেরত দুই যাত্রীর শরীরে এ ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ক্লাউস হোলেটশেক।
এদিকে ফ্রাঙ্কফুর্টের বিমানবন্দরে গত ২১ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ফেরত করোনার দুই ডোজ নেওয়া আরও এক যাত্রীর শরীরে ভয়ংকর ওমিক্রণ ভাইরাসের অস্তিত্ব থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন ওই যাত্রীকে আইসোলশনে রাখা হয়েছে।
এদিকে হাসপাতালে আইসিইউয়ের পাশাপাশি সংকট আছে করোনার পর্যাপ্ত টিকারও। তবে এ সপ্তাহে ১০ থেকে ১১ মিলিয়ন এবং আসছে সপ্তাহে আরও ১৪ মিলিয়ন টিকা বরাদ্দের বিষয়টি তুলে ধরেন সিডিইউর-এর মন্ত্রী।
অন্যদিকে জার্মানির সবচেয়ে ভয়ের কারণ প্রতিবেশী দেশ নেদারল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণের দ্রুত সংক্রমণ নিয়ে। নতুন করে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ফেরত একটি বিমানের কমপক্ষে ৬১ জন যাত্রী ওমিক্রন ভাইরাসে আক্রান্ত হওয়ায় আতংকিত গোটা দেশ।
আরো পড়ুন:
করোনার নতুন ভেরিয়েন্ট রোধে স্বাস্থ্যবিধি পালন জোরালো করতে হবে