ইউরোপের ভিত্তি ধ্বংস করতে চায় রাশিয়া : জেলেনস্কি
ইউরোপের ভিত্তি ধ্বংস করতে চায় রাশিয়া : জেলেনস্কি বললেন। রাশিয়া ইউরোপের ভিত্তি ধ্বংস করে দিতে চায় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার (৩০ মার্চ) ১৬৯ সদস্যবিশিষ্ট নরওয়ের পার্লামেন্টে ভার্চুয়ালি যুক্ত হন জেলেনস্কি। এ সময় পার্লামেন্টে উপস্থিত সদস্যরা হাত তালি দিয়ে তাকে স্বাগত জানান।
জেলেনস্কি বলেন, এখনই সময় ইউরোপের ভবিষ্যৎ নিয়ে চিন্তা-ভাবনা করার।
এদিন পার্লামেন্টে নরওয়ের আইনপ্রণেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, রাশিয়া চায় ইউরোপের ভিত্তি ধ্বংস হয়ে যাক। এ সময় ইউরোপের ভবিষ্যত নিয়ে এখনই ভাবনার সময় বলেও সতর্ক করেন তিনি।
জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন একটি শক্তিশালী দেশ। এমন একটি দেশ ইউরোপের সঙ্গে যুক্ত থাকলেই ইউরোপের জন্য লাভজনক।
বৈঠকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে চলমান যুদ্ধে কিয়েভের সাহসিকতার প্রশংসা করে নরওয়ে।
নরওয়ের পার্লামেন্টের সদস্যরা বলেন, ইউক্রেনে হামলার শিকার সাধারণ মানুষ, সেনাদের জন্য আমাদের হৃদয়ে রক্তপাত হয়। তবে নিজ মাতৃভূমিকে রক্ষায় ইউক্রেন যেভাবে লড়াই করছে তা সত্যিই প্রশংসনীয়।