উন্নয়নমাতৃভূমি

জাতীয় সংসদের সাথে শিশুদের নিয়ে কাজ করবে ইউনিসেফ

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে জলবায়ু পরিবর্তনের ফলে আক্রান্ত অতি দরিদ্র শিশুদের নিয়ে জাতীয় সংসদের সাথে যৌথভাবে কাজ করার প্রস্তাব করেছেন ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট।

এসময় স্পিকার এ প্রস্তাবে সম্মতি দেন এবং প্রাথমিক পর্যায়ে এক বছরের জন্য দ্রুত কাজ শুরুর পরামর্শ দেন। এ সময় তিনি দক্ষ জনবল তৈরী করতে পাইলট প্রকল্প গ্রহণ করার জন্য শেলডনকে অনুরোধ করেন।

সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো’র বিদায়ী সাক্ষাত করেন। এসময় তারা শিশু স্বাস্থ্য, মহিলা ও শিশু সহিংসতা প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন।

ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের সাথে ইউনিসেফ কাজ করতে পারায় গর্বিত। মহিলা ও শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য অধিক অর্থ বরাদ্দ প্রয়োজন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ শিশুদের জন্য পার্লামেন্টারী ককাস করার জন্য স্পিকারকে অনুরোধ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মহিলা ও শিশু শিক্ষা, জনস্বাস্থ্য, মহিলা ও শিশু সহিংসতা প্রতিরোধ করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে একযোগে কাজ করতে হবে। জাতীয় বাজেটে শিশু বাজেট আলাদাভাবে অর্ন্তভুক্ত করা খুবই জরুরি। এসময় তিনি শিশুমৃত্যু হার হ্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হ্রাস, নারী সহিংসতা দূরীকরণে জাতীয় সংসদের বিএপিপিডি প্রকল্পের আওতায় এমপিরা নিজ নিজ এলাকায় জনগণকে অধিকতর সচেতন করতে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

 আরো পড়ুন:

সরকার একশ টাকা বরাদ্দ দিলে গ্রামে পোঁছায় ১০ টাকা: পরিকল্পনামন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *