ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: রাশিয়া বড় আকারের সেনা নিয়ে ইউক্রেনে আক্রমণ চালাতে পারে বলে খবর প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। ওয়াশিংটন পোস্টের মতে, এই সেনার সংখ্যা হতে পারে এক লাখ ৭৫ হাজার। এই খবরের প্রেক্ষিতে মুখ খুলেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিশেষ অপারেশনের মাধ্যমে ইউক্রেনের আশেপাশের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তারা রাশিয়ার ওপর দায় চাপানোর চেষ্টা করছে।
ইউক্রেন সংকট নিয়ে উত্তেজনা কমাতে এই সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট এবং রুশ প্রেসিডেন্ট ভিডিও কলে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। বাইডেন জানিয়েছেন, প্রতিবেশি দেশে আক্রমণ চালানো রাশিয়ার জন্য কঠিন করে তুলবেন তিনি। একইসঙ্গে পুতিনের সঙ্গে লম্বা আলোচনা হবে বলেও আশাপ্রকাশ করেন বাইডেন।
আরো পড়ুন:
আগামী সপ্তাহে বৈঠকে বসছেন পুতিন-বাইডেন