প্রচ্ছদ

ইইউ মিশনে নিরাপত্তার প্রতিশ্রুতি দিল তালেবান

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: কাবুলে নবায়ন করা ইউরোপীয় ইউনিয়নের যেকোনো মিশনের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, ইউরোপীয় এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে আমরা আফগানিস্তানে সর্বনিম্ন উপস্থিতি বজায় রাখার বিষয়ে কাজ করছি। এক মাসের মধ্যে দেশটিতে ইউরোপীয় মিশন চালু করা হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, তালেবান বাহিনী আফগানিস্তানের রাজধানী দখল করে নেয়ার পর অনেক দূতাবাসের পাশাপাশি ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস কাবুলে তাদের মিশন বন্ধ করে দেয় এবং আগস্টে তাদের স্টাফদের সরিয়ে নেয়।

সোমবার (২৫ অক্টোবর) তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেন, ‘আফগানিস্তানে ইউরোপীয় মিশন ফের চালু করা হবে যুক্তিযুক্ত এবং একটি ইতিবাচক পদক্ষেপ। আমরা তাদের এমন পদক্ষেপকে স্বাগত জানাই।’ ‘কাবুলে অন্যান্য দূতাবাসের নিরাপত্তা যেভাবে নিশ্চিত করা হচ্ছে, সেভাবে ইউরোপীয় দূতাবাস ও ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

আরো পড়ুন:

সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল সুদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *