বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লুটপাট-গুম-খুন নির্যাতনে ডুবে থাকা আওয়ামী লীগ নেতারা ক্ষমতা হারানোর আতঙ্কে নির্ঘুম হয়ে গেছেন।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আমাদের জনসভাগুলোতে মানুষ বানের মতো আসছে। কণ্ঠে তাদের হারানো অধিকার ফিরে পাওয়ার আত্মপ্রত্যয়ের আওয়াজ। এসব দেখে লুটপাট-গুম-খুন নির্যাতনে ডুবে থাকা আওয়ামী লীগ নেতারা ক্ষমতা হারানোর আতঙ্কে নির্ঘুম হয়ে গেছেন। সরকারের পতনের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে দিগদিগন্তে।
রিজভী বলেন, গণতন্ত্রকামী লাখো জনতার উত্তাল স্রোত এই বুঝি গণভবনে ঢুকে পড়ল- এমন দুঃস্বপ্ন প্রতি মুহূর্তে মনে হয় সরকার দলের নেতাদের তাড়া করছে। জনতার দুর্বার আন্দোলনের কথা শুনে হিংস্র হয়ে উঠেছেন তারা।
বিএনপির এই নেতা বলেন, কয়েকদিন ধরে দেখছি খালেদা জিয়াকে আবার কারাগারে নেওয়ার হুমকি দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা। এতে প্রমাণ হয় খালেদা জিয়া ইতিহাসের চরমতম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারারুদ্ধ। এতেই বোঝা যায়, আইন আদালত সর্বোপরি প্রশাসন আওয়ামী লীগের তল্পিবাহকের ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ভীরু ও কাপুরুষের দল। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বাহাদুরি দেখায়। প্রকৃত বীরদের কখনোই অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়ার নজির নেই। যারা ক্ষমতায় টিকে থাকতে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সন্ত্রাসের রাজত্ব কায়েম করলেও জনগণকে কাবু করা যায় না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবউন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু প্রমুখ।