আসন্ন বিপিএলে দলগুলোর পিছনের খরচ
আসন্ন বিপিএলে দলগুলোর পিছনের খরচ: বিপিএল আসছে সামনে! এ যেন টাকার ছড়াছড়ি! ‘এফ’ ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিকের হিসাবও হয় লাখে। ‘এ’ ক্যাটাগরিতে থাকা দেশি ক্রিকেটারের পারিশ্রমিক ৭০ লাখ। বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে ড্রাফটে থাকা ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য ৭৫ হাজার ডলার বা ৬৪ লাখ টাকার একটু বেশি।
সরাসরি চুক্তিতে ড্রাফটের বাইরে থেকে কেনা বিদেশি ক্রিকেটারের পারিশ্রমিক এখনো জানা যায়নি। ড্রাফটে না থাকায় তাঁদের মূল্য যে ৭৫ হাজার ডলারের অনেক বেশি, এতে সন্দেহ নেই।
ড্রাফটের পরই দল গোছানো চূড়ান্ত হয়নি। এখনো ড্রাফটে দল না পাওয়া ক্রিকেটারদের টানার সুযোগ আছে সব দলেরই। সর্বোচ্চ ১৪ জন দেশি ও ৮ বিদেশি ক্রিকেটার নিতে পারবে সব দল। এখনো কোনো দলই ২২ জনের স্কোয়াড পূরণ করতে পারেনি।
গতকাল ড্রাফটের পর ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলের স্কোয়াডের যে প্রাথমিক অবস্থা দাঁড়িয়েছে, তার ভিত্তিতেই খসড়া হিসাবে বের করা হয়েছে আপাতত কোন দলের স্কোয়াড সবচেয়ে দামি। এখন পর্যন্ত ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল খেলোয়াড়ের পেছনে মোট খরচ করেছে প্রায় ২৫ কোটি ৩ লাখ ৯ হাজার টাকা।
আপাতত সবচেয়ে দামি দল ফরচুন বরিশালের। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, ড্রাফটের বাইরে থাকা সরাসরি চুক্তির খেলোয়াড়দের পারিশ্রমিকের হিসাবে হয়তো অন্য কোনো দলই এগিয়ে থাকবে। এ বিষয়ে জানা যাবে ড্রাফটের কাজ সম্পূর্ণ হবার পরেই!
এ পর্যন্ত জানা গিয়েছে ফরচুন বরিশাল খরচ করেছে ৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা, কুমিল্লা ভিক্টোরিয়ানস ৪ কোটি ৯৬ লাখ ৮৫ হাজার টাকা, ঢাকা ৪ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার টাকা, সিলেট সানরাইজার্স ৪ কোটি ৫ লাখ ১৯ হাজার টাকা, খুলনা টাইগার্স ৩ কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩ কোটি ৪১ লাখ ৬০ হাজার।