আসছে শিল্পী ইমরানের হিন্দি মিউজিক ভিডিও
বর্তমানে বেশ জনপ্রিয় একজন শিল্পী ইমরান মাহমুদ আর সামনেই আসছে শিল্পী ইমরানের হিন্দি মিউজিক ভিডিও। প্লে-ব্যাক, মিউজিক ভিডিও, স্টেজ শো সবখানেই তার বিচরণ। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
এসবের ভিড়ে নতুন খবর হলো আবারো হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান যার শিরোনাম ‘ম্যানু দাস্তু’। আসছে ২৭ মে গানটি মিউজিক ভিডিও আকারে ভারতের এলিগ্যান্ট আই মিউজিক থেকে মুক্তি পাবে।
‘ম্যানু দাস্তু’ গানটি প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ইমরান জানান, গানটি লিখেছেন রজত, সুর ও সংগীত করেছেন রাহুল অঞ্জন। শিডিউল জটিলতার কারণে শুটিংয়ের জন্য ভারত যাওয়া সম্ভব হয়নি।
এর আগেও হিন্দি গানে কণ্ঠ দিয়েছিলেন ইমরান। প্রায় আট বছর আগে সেবার তিনি গেয়েছিলেন ‘তেরে লিয়ে’ শিরোনামের গানটি যা তখন অডিও আকারে প্রকাশ পেয়েছিল। তাছাড়া বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিনে তার কয়েকটি সিনেমার জনপ্রিয় গান ম্যাশআপ করেছিলেন ইমরান।
নতুন গাওয়া গানটি প্রসঙ্গে ইমরান বলেন, আমার হিন্দি গান গাওয়ার প্রতি বেশ একটা আগ্রহ আছে। আগের গানটি অডিও আকারে প্রকাশ পেয়েছিল। এবার আসছে মিউজিক ভিডিও আকারে। তাই ভালো লাগাটাও এবার একটু বেশি।
বর্তমানে স্টেজ শো করতে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরছেন ইমরান। বেলজিয়াম, সুইডেন, ফিনল্যান্ড শেষে বর্তমানে আছেন প্যারিসে। ইমরান জানান, নতুন এই হিন্দি গানটি রোমান্টিক ঘরানার। তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছেন। তার বিশ্বাস, গানটি সবাই পছন্দ করবেন।