বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: সালমান খানের ক্যারিয়ারের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল ছবি ‘বজরঙ্গি ভাইজান’। ছবিটির সিক্যুয়েল করার ঘোষণা দিয়েছেন সালমান। মূল ছবির পর সিক্যুয়েলের কাহিনীও লিখবেন কে ভি ভিজেন্দ্র প্রসাদ। দক্ষিণের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলি কে ভি ভিজেন্দ্র প্রসাদের ছেলে।
এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির প্রচার অনুষ্ঠানে গিয়ে সালমান এ ঘোষণা দেন। অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের জনিপ্রয় পরিচালক ও প্রযোজক করণ জোহরও। তিনি সালমানকে জিজ্ঞেস করেন, ‘তাহলে তুমি বজরঙ্গি ভাইজান টু করার আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছ?’ সালমান বলেন, ‘হ্যাঁ, করণ।’
‘বজরঙ্গি ভাইজান’ সিনেমাটি পরিচালনা করেছিলেন কবির খান। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হার্শালি মালহোত্রা। আরও ছিলেন কারিনা কাপুর ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালের ১৭ জুলাই।
আরো পড়ুন: