সর্বশেষ

‘আল্লাহর ওয়াস্তে ভিডিও না করে পানির ব্যবস্থা করুন’

নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। তবে পানির চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ভোগান্তিতে পড়ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক জনতা। তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন।

এ পরিস্থিতিতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে দূরে অবস্থান করতে স্থানীয় মসজিদের মাইক ছাড়াও বিভিন্ন হ্যান্ড মাইকে অনুরোধ জানানো হচ্ছে। মাইকে বার বার বলা হচ্ছে, আল্লাহর ওয়াস্তে আপনারা ভিডিও না করে পানির ব্যবস্থা করেন। কিন্তু তারপরও কারও মধ্যে ভ্রুক্ষেপ দেখা যায়নি। সড়কে অবস্থান করে নিজেদের মোবাইলে ছবি তুলতে ব্যস্ত উৎসুক মানুষ।

ফায়ার ফাইটার আলতাফ হোসেন জানান, উৎসুক জনতার জন্য কাজ করা কঠিন হয়ে পড়েছে। তাদের জন্য ব্যবসায়ীরা মালামালও সরাতে পারছেন না।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্য মাহমুদ বলেন, আমরা চেষ্টা করছি উৎসুক জনতাকে সরিয়ে দিতে। তাদের জন্য কাজ করা কঠিন হয়ে পড়েছে।

এম/ আই. কে. জে/

আরো পড়ুন:

বঙ্গবাজারের আশপাশের দোকানপাটের মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *