এবার ফ্রান্সের সামরিক বাহিনীর জন্য নিজেদের আকাশপথ ব্যবহার নিষিদ্ধ করেছে আফ্রিকার দেশ আলজেরিয়া। এ তথ্য জানিয়েছে ফরাসি সামরিক বাহিনীর একজন মুখপাত্র।
এ ঘটনায় বিপাকে পড়েছে ফ্রান্স, কারণ তাদের জেটগুলো পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে যাওয়ার জন্য এতদিন ধরে আলজেরিয়ার আকাশসীমা ব্যবহার করে আসছে।
জানা গেছে, ভিসা কমানো এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সমালোচনামূলক মন্তব্যের জেরে সৃষ্ট কূটনৈতিক জটিলতায় আলজেরিয়া সরকার তার আকাশসীমায় ফরাসি সামরিক বিমান নিষিদ্ধ করেছে।
সেই সাথে দেশটি তার সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সকে ‘গণহত্যার’ জন্য অভিযুক্ত করে এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর ‘অগ্রহণযোগ্য’ মন্তব্যের প্রতিবাদ করে প্যারিস থেকে তার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।