আর্থিক লেনদেন করে টিসিবির কার্ড!
সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ শুরু করলেও আর্থিক লেনদেন করে টিসিবির কার্ড নিতে হচ্ছে অনেকের। কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ শুরু করলেও মিলছে না ক্রেতাদের স্বস্তি।
অনেকেই কার্ড পেয়েও পণ্য পাননি, অনেকের আবার কার্ড নিতে গিয়ে করতে হয়েছে আর্থিক লেনদেন। রোববার (২০ মার্চ) সকাল থেকেই ট্রাকের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকেন নিম্ন ও মধ্যআয়ের মানুষ।
কোথাও কোথাও সময়মতো টিসিবির ট্রাক না পৌঁছানোয় ক্ষোভ জানান অনেকেই। সরকারের দেওয়া ফ্যামিলি কার্ড হাতে নিয়েও প্রচণ্ড রোদে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে মানুষকে পণ্য কিনতে হয়েছে।
এছাড়াও দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের অনেকে কার্ডই পাননি। তাদের কেউ কেউ তবু পণ্যের আশায় লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পণ্য দেওয়া হয়নি।
এদিকে ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রির কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন বাজারে টিসিবির মালামাল বিতরণের সময় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন ভুক্তভোগীরা।