নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: গত বছরের মতো এবারও করোনা মহামারীকালে কুমিল্লায় আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করেছে ‘হ্যালো ছাত্রলীগ’। এবছর করোনায় লকডাউনে অসহায় হয়ে পড়া মানুষদের খাদ্য সহায়তা দেয়ার পাশাপাশি করোনা রোগীদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন ‘হ্যালো ছাত্রলীগ’ এর সদস্যরা।
বর্তমান সংকটময় পরিস্থিতিতে করোনা মোকাবেলায় আর্তমানবতার সেবায় অনেকেই ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছেন। সে রকমই এক কার্যক্রম পরিচালনা করছে কুমিল্লা জেলা ছাত্রলীগের “হ্যালো ছাত্রলীগ”।
বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে দেশব্যাপী ছাত্রলীগের নেতকর্মীদের খাদ্যসামগ্রী বিতরণ, কৃষকের ধান কাটা, করোনায় মৃত ব্যক্তির লাশ দাফনসহ নানা কাজে জনমানুষের পাশে থেকে ব্যাপক সাড়া পেয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা দেশব্যাপী প্রশংসিত হয়। করোনার প্রাদুর্ভাব দিন দিন যেমন বাড়ছে, তেমনি ছাত্রলীগের নানাবিধ ব্যতিক্রমী কার্যক্রম পুরো দেশে পরিলক্ষিত হয়েছে। সে রকমই এক কার্যক্রম পরিচালনা করছে ছাত্রলীগের কুমিল্লা জেলা শাখা।
গত বছর কুমিল্লার দেবিদ্বারে বড়-আলমপুরে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তির লাশ দাফন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিকের পরিচালনায় গঠিত “হ্যালো ছাত্রলীগ” এর ৪১ সদস্যের টিম লাশ দাফন কাজ সম্পন্ন করেছেন।
দেবিদ্বার উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য ‘ফ্রি অক্সিজেন সেবা’ চালু করেছেন এমপি রাজী মোহাম্মদ ফখরুল। হটলাইনে ফোন কল আসা মাত্রই তাৎক্ষণিক করোনা আক্রান্ত রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে ‘হ্যালো ছাত্রলীগ’!