খেলাধুলা

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেলেন দিবালা

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আগামী মাসে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেজন্য সোমবার ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। দুই বছরের মধ্যে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা।

গত মাসে ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুজন। তারা হলেন গোলরক্ষক অগাস্তিন মার্চেসিন ও স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। দুজনই ভুগছেন চোটে। অন্তত অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে থাকবেন আগুয়েরো। পায়ের চোটের কারণে সম্প্রতি অস্ত্রোপচার করাতে হয়েছে মার্চেসিনকে।

দিবালাসহ আর্জেন্টিনা দলে ফিরেছেন চারজন। বাকিরা হলেন ভিয়ারিয়ালের গোলরক্ষক জেরোনিমো রুই ও ডিফেন্ডার হুয়ান ফোইথ এবং অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড এমিলিয়ানো বুয়েনদিয়া। তবে চোটে পড়ায় ডাক পাননি পিএসজি স্ট্রাইকার মাউরো ইকার্দি।

আগামী ৩ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। এরপর ৬ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের আতিথ্য নেবে তারা। পরের ম্যাচে ১০ সেপ্টেম্বর নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ বলিভিয়া।

আর্জেন্টিনার ৩০ সদস্যের প্রাথমিক দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভারপ্লেট), হুয়ান মুসসো (আতালান্তা), জেরোনিমো রুই (ভিয়ারিয়াল);

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেসে), জার্মান পেজ্জেয়া (রিয়াল বেতিস), হুয়ান ফোইথ (ভিয়ারিয়াল), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লুকাস মার্তিনেজ (ফিওরেন্তিনা), লিসান্দ্রো মার্তিনেজ (আয়াক্স), মার্কাস আকুনিয়া (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স);

মিডফিল্ডার: রদ্রিগো দি পল (অ্যাতলেতিকো মাদ্রিদ), এজিকিয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন), লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), নিকোলাস দমিঙ্গেজ (বোলোনিয়া), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), পাপু গোমেজ (সেভিয়া);

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া (পিএসজি), আনহেল কোরেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ), হুলিয়ান আলভারেজ (রিভারপ্লেট), হোয়াকিন কোরেয়া (লাৎসিও), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), এমিলিয়ানো বুয়েনদিয়া (অ্যাস্টন ভিলা), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), লিওনেল মেসি (পিএসজি), পাওলো দিবালা (জুভেন্টাস)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *