ধূমকেতু রিপোর্ট : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেছেন, সরকার দরিদ্র নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১০ লাখ ৪০ হাজার নারীকে প্রতি মাসে বিনামূল্যে ৩০ কিলোগ্রাম করে চাল দিচ্ছে।
তিনি বলেন, প্রান্তিক মানুষের পুষ্টিহীনতা দূর করার লক্ষ্যে ২০১৩ সাল থেকে সীমিত পরিমাণে পুষ্টি চাল দেওয়া শুরু হলেও ২০১৮ সালে ১ লাখ ১২ হাজার ৫শ’ নারীকে এ পুষ্টি চাল দেওয়া হয়। ২০১৯-২০ সালে নতুন করে আরো ২ লাখ ভিজিডি উপকারভোগী নারীকে পুষ্টি চাল দেওয়া হবে।
মঙ্গলবার ঢাকায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আয়োজনে ন্যাশনাল ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অন রাইস ফরটিফিকেশন ফর গভর্মেন্টস অফিসিয়ালস শীর্ষক এক কর্মশালার প্রধান অতিথির বক্তৃতায় সচিব এসব কথা বলেন।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আরিফুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইনুল কবি, নেদারল্যান্ড অ্যাম্বাসির ফুড সিকিউরিটি এন্ড নিউট্রিশন প্রোগ্রামের সিনিয়র পলিসি অফিসার মোঃ ওসমান হারুনী প্রমুখ।
কর্মশালায় ৩২টি জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ও খাদ্য নিয়ন্ত্রকরা উপস্থিত ছিলেন।