আরেকটি রেকর্ডে নাম লিখলো বাংলাদেশ
এবার আরেকটি রেকর্ডে নাম লিখলো বাংলাদেশ! বড় সংগ্রহে রেকর্ড এর খাতায় নাম আসলো টাইগারদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে এবার এক তরুণ দল নিয়ে খেলতে গেছে বাংলাদেশ। তবুও প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে এখনো চালকের আসরে বাংলাদেশ। ৪০১ রান সংগ্রহ করাতে বাংলাদেশ ওভার খেলেছে ১৫৬টি। আর তাতেই এক রেকর্ড গড়ে ফেলল মুমিনুলের দল।
এশিয়ার বাইরে বাংলাদেশের সবচেয়ে লম্বা ইনিংসের রেকর্ড গড়া হয়েছিল নিউজিল্যান্ডের মাটিতে। ২০১৭ সালে ওয়েলিংটনে বাংলাদেশ খেলেছিল ১৫৩ ওভারের ইনিংস। ওটাই ছিল এশিয়ার বাইরে বাংলাদেশের সবচেয়ে লম্বা ইনিংসের রেকর্ড। তবে এবার মুমিনুল হকের দল এরই মধ্যে খেলে ফেলেছে ১৫৬ ওভার।
চতুর্থ দিন সকালে আরও কত ওভার খেলতে পারে, সেটা দেখার বিষয়। তবে নিশ্চিত এশিয়ার বাইরে লম্বা ইনিংসের রেকর্ডটা কিউইদের মাটিতে গিয়েই করল বাংলাদেশ।
তবে নিশ্চিত এশিয়ায় খেলা সবচেয়ে লম্বা ইনিংসকে হয়তো ছাড়িয়ে যেতে পারবে না এবার মুমিনুলরা। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে খেলেছিল ১৯৬ ওভার। রান করেছিল সেবার ৬৩৮। এ ছাড়া ২০১৮ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল ১৬০ ওভারের ইনিংস। করেছিল ৫২২ রান।