বিনোদন প্রতিবেদক, ধূমকেতু ডটকম: সমুদ্রে ভাসানো প্রমোদতরীতে মাদক পার্টি যোগ দিয়ে আরিয়ান খান গ্রেফতার হয়েছেন। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন। এবার আরিয়ানদের মাদক-জোগানদার শ্রেয়স নায়ারকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
এই শ্রেয়সই নাকি আরিয়ান এবং তার বন্ধুকে এমডি পিলের জোগান দিত। দু’জনের হোয়াটসঅ্যাপের কথোপকথন ঘেঁটে এমনই তথ্য পেয়েছে এনসিবি। এ বিষয়ে তদন্ত এবং জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেয় এনসিবি।
আরিয়ানের ফোনে মাদক-যোগের ‘প্রামাণ্য নথি’ পাওয়া গিয়েছে বলে দাবি করেছে এনসিবি। শাহরুখ-পুত্রের সঙ্গে আন্তর্জাতিক মাদক-চক্রের সঙ্গে যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারী সংস্থা। সে ক্ষেত্রে আরিয়ানের সঙ্গেই কি জড়িত থাকতে পারেন শ্রেয়স? খতিয়ে দেখা হবে সেই দিকটিও।
সোমবার আদালতে তোলা হয়েছিল আরিয়ানকে। কিন্তু তার জামিন মঞ্জুর না হওয়ায় আগামী ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি-র হেফাজতেই থাকতে হবে শাহরুখ-তনয়কে।
আরো পড়ুন:
বিপদে শাহরুখের পাশে দাঁড়ালেন বন্ধু সালমান