প্রচ্ছদ

আরব আমিরাতে পরিবারকেন্দ্রিক একচেটিয়া ব্যবসা শেষ হচ্ছে

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: সংযুক্ত আরব আমিরাতে বহুদিন ধরে বড় বড় ব্যবসায় নিয়ন্ত্রণ করছে পারিবারিক মালিকানাধীন কয়েকটি কোম্পানি। সেখানে জনপ্রিয় সুপারমার্কেট চেইন থেকে শুরু করে গাড়ির ডিলারশিপের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিক মূলত তারাই। এর ফলে এসব ব্যবসায় অনেকটা একচেটিয়া আধিপত্য খাটাচ্ছে ব্যবসায়ী পরিবারগুলো। সেই আধিপত্য নির্মূলে কঠোর পদক্ষেপ নিচ্ছে আমিরাত সরকার।

প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের খবর, আমদানি পণ্য বিক্রিতে একচেটিয়া আধিপত্য আর থাকবে না বলে আমিরাতের বৃহত্তম কয়েকটি পারিবারিক মালিকানাধীন ব্যবসায় প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছে দেশটির সরকার।

মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব আরও বাড়ছে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব আরও বাড়ছে

পত্রিকাটি জানিয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর চুক্তি স্বয়ংক্রিয়ভাবে পুনর্বাস্তবায়ন পদ্ধতি বাতিলে একটি আইন করার প্রস্তাব দিয়েছে আমিরাত সরকার। এই আইন হলে বিদেশি প্রতিষ্ঠানগুলো উপসাগরীয় দেশটিতে নিজেরাই পণ্য বিতরণ অথবা চুক্তি শেষে স্থানীয় এজেন্ট পরিবর্তন করতে পারবে। সূত্র: এনডিটিভি

আরো পড়ুন:

বঙ্গবন্ধু স্মারক ডাকটিকিট অবমুক্ত অস্ট্রিয়ায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *