আরও ২ কোটি ডোজ টিকা পাঠালো চীন
নতুন খবর জানা গিয়েছে, মঙ্গলবার আরও ২ কোটি ডোজ টিকা পাঠালো চীন। চীন থেকে আরও ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ করোনার টিকা বাংলাদেশে এসেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পৌঁছেছে টিকার ডোজগুলো।
ইউনিসেফ বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকা আসার মধ্য দিয়ে চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত বিভিন্ন সূত্র থেকে ইউনিসেফ ১০ কোটিরও বেশি টিকা বাংলাদেশে সরবরাহ করেছে।
গত ৬ মাসে ইউনিসেফের সরবরাহ করা ১০ কোটি ডোজ টিকার মধ্যে ৫ কোটিরও বেশি টিকা সংগৃহীত হয়েছে কোভাক্স ফ্যাসিলিটির মাধ্যমে।