রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৫৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ১২৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩৫ জন ভর্তি হন।
শনিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ১৫৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা ৬৭৭ জন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে শনিবার (১৩ নভেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৫ হাজার ৫০৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৭২৯ জন। অন্যদিকে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৯৭ জন।
উল্লেখ্য, ২০১৯ সালে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছিল। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ মানুষ প্রাণ হারান। যদিও সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১৭৯।
ডেঙ্গু প্রকোপ থেকে উদ্ধারের জন্য বাসাবাড়িতে অব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রে পানি জমতে না দেওয়াসহ দিনে ও রাতে মশারি টানানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরও ১৫৯ ডেঙ্গু রোগী হাসপাতালে
