বিনোদন

আমি এখনও তোমার জন্য পাগল : মিম

পলকেই কেটে গেল একটি বছর। ২০২২ সালের আজকের দিনেই (৪ জানুয়ারি) সাতপাকে বাঁধা পড়েছিলেন বর্তমান সময়ের সবচেয়ে ব্যবসাসফল নায়িকা বিদ্যা সিনহা মিম। তার স্বামী সনি পোদ্দার, পেশায় একজন ব্যাংকার।

এই দম্পতির রোমান্টিক মুহূর্তের নানান স্থিরচিত্র প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায়। সম্প্রতি দুবাইতে অবকাশ যাপনে গিয়েছিলেন তারা। সেখান থেকে একের পর এক ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কেড়েছেন মিম। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষেও ছবির আয়োজনের কমতি নেই তাদের। নতুন ছবি প্রকাশ করে স্বামীর প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন নায়িকা।

মিম লিখেছেন, ‘৩৬৫ দিন পর, আমি এখনও তোমার জন্য পাগল। শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা।’

আরেকটি পোস্টে তিনি লেখেন, চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো। আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতই নতুন লাগে। এমনি সুন্দর, স্নিগ্ধ আর নতুন থাকুক আমাদের জীবন। আমাকে এভাবেই আগলে রেখো সবসময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *