নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বড়দিন ও সাপ্তাহিক ছুটিতে দুই দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম আবারও শুরু হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি হারুন উর রশীদ বলেন, ‘শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং শনিবার বড়দিন উপলক্ষে বন্দর দিয়ে বাণিজ্যিক সব কার্যক্রম বন্ধ ছিল। আজ সকালে আবারও আমদানি-রফতানি শুরু হয়েছে। বন্দরের ভেতরে আমদানি করা পণ্য ওঠানামা, সরবরাহসহ সব কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।’
এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরা চালু ছিল বলে জানিয়েছে চেকপোস্ট কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
বিশ্ববাজারে দাম কমায় ডিজেল বিক্রি করে লাভ হচ্ছে বিপিসির