ক্যারিয়ার প্রতিবেদক, ধূমকেতু ডটকম: টেলিফোন শিল্প সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বয়সসীমা পুনঃনির্ধারণ সাপেক্ষে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। সেই সাথে বাড়ানো হয়েছে আবেদন দাখিল করার সময়সীমা।
গত বছর করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। তাই সরকার চাকরির আবেদনের জন্য বয়স কমিয়ে দেয়। গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করেছে।
সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয় –
*সকল ক্ষেত্রে ১০-০৮-২০২১ তারিখের পরিবর্তে ২৫-০৩-২০২০ তারিখে প্রার্থীর বয়স বিবেচনা করা হবে।
*আবেদন দাখিলের শেষ তারিখ আগামী ০৯-০৯-২০২১ তারিখের পরিবর্তে ৩০-০৯-২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা আগের মতই একই দিনে ৩২ বছর থাকছে।
প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট http//www.tss.com.bd