প্রচ্ছদ

আবুধাবির বাংলাদেশ দূতাবাসে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত নানা ছবি ও বইয়ের সংগ্রহ দিয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে দূতাবাসে এটি উদ্বোধন করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আসন্ন দুবাই ওয়ার্ল্ড এক্সপো ২০২০-এ বাংলাদেশকে বিশ্বের কাছে বলিষ্ঠভাবে উপস্থাপনের আশা জানিয়ে তিনি বলেন, “প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে অডিও ভিজ্যুয়াল মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে আগ্রহ সৃষ্টি করতে হবে।”

আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনকর্ম সম্পর্কে প্রবাসী প্রজন্মকে জানাতে অনন্য এ আয়োজন, দূতাবাসে বঙ্গবন্ধু কর্নার এর উদ্বোধন শোকের মাসে তার প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর ভাষা।”

আলোচনায় আরও অংশ নেন দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল জেনারেল বি এম জামাল, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি ইউএই এর সভাপতি মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন ঊদ্দিন, গোলাম কাদের ইফতি, আশীষ বডুয়া, জনতা ব্যাংকের কার্যনির্বাহী আমিরুল হাসান, বিমানের এরিয়া ম্যানেজার আবদুল্লাহ ও মীর আনিসুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *