বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: মাদক মামলায় ছেলে আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর থেকেই লাইমলাইট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আরিয়ান এখন জামিনে মুক্ত। তার মামলা সংক্রান্ত অনেক জটিলতাই কেটে গিয়েছে। তাই শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ।
শোনা যাচ্ছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমার কাজ শুরু করবেন তিনি। এবার শুটিং হবে স্পেনে। তার জন্য শাহরুখ, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম স্পেন পাড়ি দেবেন শিগগিরই। শাহরুখের জন্যই ‘পাঠান’-এর শুটিং শিডিউল নতুন করে তৈরি করতে হয়েছে। সিনেমার প্রযোজক আদিত্য চোপড়া থেকে দীপিকা, জন প্রত্যেকেই শাহরুখের জন্য নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেছন।
মাসখানেক ধরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রেখেছিলেন শাহরুখ। ‘পাঠান’-এর কাজ শুরু করার আগে ফের শারীরচর্চা শুরু করেছেন অভিনেতা। এরপর রয়েছে অ্যাটলি পরিচালিত অ্যাকশন সিনেমার শুটিংও। তাই শাহরুখ এখন পুরোদমে প্রস্তুতি শুরু করেছেন নতুন করে কাজে ফেরার।
আটকে থাকা সব শুটিং তিনি শুরু করবেন ধীরে ধীরে। বলিউডের একটি সূত্র জানিয়েছে, এবার শুটিং করার জন্য শাহরুখ কিছু শর্ত রেখেছেন পরিচালকদের কাছে। একটানা শিডিউল না রেখে ছোট ছোট শিডিউলে ভাগ করে কাজ করার অনুরোধ জানিয়েছেন তিনি। কেননা, মাসখানেকের জন্য মুম্বাই বা মান্নত ছেড়ে যেতে চান না তিনি।
এর আগে জানা গিয়েছিল, এবার থেকে নিজের ব্যক্তিগত বডিগার্ড রবি সিংকে তিনি আরিয়ানের জন্য রেখে দেবেন। কারণ, ছেলের নিরাপত্তা নিয়ে আর কোন বড় ঝুঁকি নিতে চান না তিনি। তাই নিজের বিশ্বস্ত সঙ্গীকে দিয়েই আরিয়ানকে চোখে চোখে রাখতে চান।
আরো পড়ুন: