আবার আসছে বার্সা রিয়েল এল ক্লাসিকো

পুরোনো হিসাব-নিকাশ পেছনে ফেলে আবার আসছে বার্সা রিয়েল এল ক্লাসিকো। ২০২১-২২ মৌসুমটা দুহাত ভরে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। লা লিগার শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেরও মুকুট জিতেছে স্প্যানিশ ক্লাবটি। অন্যদিকে, শিরোপাশূন্য মৌসুম কেটেছে বার্সেলোনার।

বার্সা-রিয়াল দ্বৈরথ মানেই অন্যরকম উত্তেজনা। ফুটবলপ্রেমীদের রাতের ঘুম হারাম হওয়ার জোগাড়। তবে সাম্প্রতিক সময়ে সেই উত্তেজনায় ভাটা পড়েছে কিছুটা। তবে সে যাই হোক, বার্সা-রিয়াল দ্বৈরথ মানেই দুই দলের সমর্থকদের কাছে বিশেষ কিছু। যার অপেক্ষায় প্রহর গোনে ভক্ত-সমর্থকরা।

শুক্রবার (১০ জুন) নতুন এল ক্লাসিকোর তারিখ ঘোষণা করেছে বার্সেলোনা। অফিশিয়াল এক বার্তায় ক্লাবটি জানিয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগামী ২৩ জুলাই মাঠে নামছে তারা। আর ম্যাচটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে এল ক্লাসিকো মাঠে গড়ানোর অপেক্ষায়। এর আগে ২০১৭ সালে হার্ডরক স্টেডিয়ামের ৬৪ হাজার দর্শককে বিমুগ্ধ করেছিল লা লিগার দুই ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *