ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: সময়টা ব্যক্তিগতভাবে বেশ ভালো যাচ্ছে ভারত ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির। সম্প্রতি তার কোল আলো করে এসেছে কন্যা ভামিকা। এবার যোগ হল আরেকটি ভাল সংবাদ।

ডাফ অ্যান্ড ফেল্পসের বিচারে সবচেয়ে দামী সেলিব্রিটি হলেন বিরাট কোহালি। টানা চতুর্থবারের জন্য তিনি এই সম্মান পেলেন। করোনাকালে যেখানে সর্বত্র আর্থিক মন্দা, সেখানেও বিরাটের ব্র্যান্ড ভ্যালুতে কোনও প্রভাব পড়েনি।

বিরাট পেছনে ফেললেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারকেও। ২০২০ সালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের ব্র্যান্ড ভ্যালু ২৩৭.৭ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় টাকায় ১৭৩৩ কোটি ৮৯ লাখের সামান্য বেশি। দ্বিতীয় স্থানে অক্ষয় কুমার ও তৃতীয় স্থানে অভিনেতা রণবীর সিং রয়েছেন। অক্ষয়ের ব্র্যান্ড ভ্যালু ১১৮.৯ মিলিয়ন মার্কিন ডলার, রণবীরের ব্র্যান্ড ভ্যালু ১০২.৯ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে শাহরুখ খানের ব্র্যান্ড ভ্যালু ৫১.১ মিলিয়ন মার্কিন ডলার। তিনি রয়েছেন তালিকার চতুর্থ স্থানে।

এই তালিকায় প্রথম ১০ জনের ভেতর ৯ জনই সিনেমার তারকা। তালিকায় একমাত্র ক্রিকেটার ভারত অধিনায়ক বিরাট কোহলি। সূত্রঃ হিন্দুস্তান টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *