আবারও টেন বল বিলিয়ার্ডের শিরোপা জিতলেন জুবেরি
দেশের সবচেয়ে বড় টেন বল পুল বিলিয়ার্ড টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ এর তৃতীয় সিজনের শিরোপা জিতলেন মুনতাসির জুবেরি। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মো. আল আমিনকে ১৩-৫ ব্যবধানে হারিয়েছেন তিনি। এর আগে ২০২১ সালে একই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন জুবেরি।
শনিবার (১০ জুন) রাজধানীর গুলশানে দ্য অ্যারিনা আরকেবিতে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ এর তৃতীয় সিজনের প্রতিযোগীদের ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হয়। এ সময় টুর্নামেন্টের আয়োজক ও হৃদয় অ্যান্ড উদয় মটরর্সের স্বত্বাধিকারী রিয়াসাত করিম ভূঁইয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টে দেশের নানা প্রান্ত থেকে ২৯ জন প্রতিযোগী অংশ নেন। মোট প্রাইজমানি ছিল ৩ লাখ ৯০ হাজার টাকা। চ্যাম্পিয়ন পেয়েছেন ১ লাখ ২০ হাজার টাকা। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে হৃদয় অ্যান্ড উদয় মটরর্স। সহযোগীতায় ছিল মালিহা কে-মেকাপ আর্টিস্টি, স্পোর্টস স্টেশন ও রেহামান্স।
তরুণ খেলোয়াড়দের উজ্জীবিত করতে আগামীতে আরও টুর্নামেন্ট করতে চান চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নসের আয়োজক রিয়াসাত করিম ভূঁইয়া।
তিনি বলেন, ‘তরুণ খেলোয়াড়দের জন্য দ্য অ্যারিনা আরকেবিতে ফ্রি খেলার ব্যবস্থা করেছি। অন্য ক্লাবগুলোতে খেলতে টাকা দিতে হয়। টানা তিন বছর সফলভাবে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস আয়োজন করেছি। এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামীতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করব।’