স্বাস্থ্য

আবারও টিকা রফতানি শুরু করছে ভারত

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে উদ্ভাবিত টিকা কোভিশিল্ড রফতানি কার্যক্রম আবারও চালু করেছে ভারত। প্রথমে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ইরানে টিকা রফতানি করবে দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

চলতি বছরের এপ্রিল-মে মাসে দ্বিতীয় ঢেউ শুরুর পর টিকা রফতানি বন্ধ করে ভারত সরকার। এরপর ৮ মাস ১০০ কোটির বেশি ভারতীয় নাগরিককে টিকার আওতায় আনার পর ওই নিষেধাজ্ঞা কিছুটা শিথীল করল তারা।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকাটি। এর ওপর ভরসা করেই টিকা কার্যক্রম শুরু করেছিল বাংলাদেশ। হঠাৎ করে ভারত চুক্তি থেকে সরে টিকা সংকটে পড়তে হয়। পরে চীনসহ অন্যান্য উৎস থেকে টিকাপ্রাপ্তি নিশ্চিত হলে সংকট কাটিয়ে পুরোদমে টিকা কার্যক্রম শুরু হয় বাংলাদেশে।

আরো পড়ুন:

প্রশংসায় ভাসছেন ভারতের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী || বিমানে অসুস্থ সহযাত্রীকে দিলেন প্রাথমিক চিকিৎসা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *