‘শাহেনশাহ’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছিলেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। এছাড়া একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বিজ্ঞাপনেও দেখা গেছে তাদের। এর বাইরে আর একসঙ্গে দেখা যায়নি দুই তারকাকে।
এবার আবারও জুটি বেধেছেন তারা। তবে কোনো সিনেমায় নয়। করলেন বার্জারের নতুন একটি বিজ্ঞাপনচিত্র। সোমবার রাজধানীর মেরাদিয়ার একটি শুটিং হাউজে বড় আয়োজনে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ হয়েছে। এটি পরিচালনা করছেন সামিউর রহমান। এই বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল গেয়েছেন প্রতীক হাসান ও লুইপা। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।
বিজ্ঞাপনচিত্রটি নিয়ে শাকিব খান বলেন, ‘এটি বিজ্ঞাপনটি রোমান্টিক ধাঁচের। অনেকদিন থেকে কথা হচ্ছিল তাদের সঙ্গে। চার-পাঁচ মাস আগেই চুক্তি করেছিলাম। তাদের আয়োজন এবং ভাবনা ভালো লেগেছে বলেই কাজটা করছি। এই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছি।’
নুসরাত ফারিয়া বলেন, ‘বার্জার নিঃসন্দেহে দেশের জনপ্রিয়তম ব্র্যান্ডগুলোর একটি। আশা করছি সামনে তাদের সঙ্গে বেশ কিছু ভালো কাজ করার সুযোগ আসবে। ভক্ত-ক্রেতাদেরও চমকপ্রদ কিছু ক্যাম্পেইন আমরা উপহার দিতে পারব।
বিজ্ঞাপনটির শুটিং শেষে মুম্বাই থেকে পোস্ট প্রডাকশন করা হবে। চলতি মাসেই বিভিন্ন মাধ্যমে এটির প্রচার শুরু হবে।
/জেড এইচ