প্রচ্ছদ

আবারও জাতিসংঘের মহাসচিব হলেন অ্যান্তনিও গুতেরেস

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মঙ্গলবার (৮ জুন) তাঁকে নির্বাচিত করেছে। এবার মহাসচিব পদে অন্য কোনো প্রার্থী ছিলেন না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। খবর প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট ৭২ বছর বয়সী অ্যান্তনিও গুতেরেস ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, এ বছর মহাসচিব পদে প্রার্থীর দৌঁড়ে ছিলেন অন্তত ১০ জন। কিন্তু ১৯৩টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়া হয়নি। ফলে তারা কেউ আর প্রার্থী হতে পারেননি।

এস্তোনিয়ার রাষ্ট্রদূত স্ভেন জুর্গেনসন বলেন, নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দিতে সর্বসম্মতি পাওয়া গেছে। পাশাপাশি সাধারণ পরিষদের কাছে সুপারিশ করার পক্ষে একটি প্রস্তাবও পাস হয়েছে। সাধারণ পরিষদের অনুমোদন কেবল আনুষ্ঠানিকতা। শিগগিরই এটিও হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *