আবারও করোনা আক্রান্ত হয়েছেন আসাদুজ্জামান নূর
আবারও করোনা আক্রান্ত হয়েছেন আসাদুজ্জামান নূর, এখন হাসপাতালে ভর্তি।
দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক সংসদ ভবন মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. তানীম আহমেদ।
জানা যায়, রোববার (১৬ জানুয়ারি) তার করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় তার ফল পজিটিভ এসেছে। পরদিন সোমবার ১৭ জানুয়ারি তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।