পর্যটন ও পরিবেশ

আবহাওয়ার পূর্বাভাস: কেমন যাবে আগামী তিনদিন

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম : জুলাই মাসে বঙ্গোপসাগরে  এক থেকে দু’টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে স্বাভাবিক বৃষ্টিপাতের। আগামী তিনদিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সোমবার (২৮ জুন) আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

আহাওয়া অধিদফতর জানায়, জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ঢাকা বিভাগে ৩৬৮ মিলিমিটার, ময়মনসিংহে ৪২৭ মিমি, চট্টগ্রামে ৭২০ মিমি, সিলেটে ৫৭৯ মিমি, রাজশাহীতে ৩৬২ মিমি, রংপুরে ৪২৭ মিমি, খুলনায় ৩৩৯ মিমি এবং বরিশাল বিভাগে ৫১৯ মিলিমিটার থাকতে পারে।

সোমবার পরিচালক সামছুদ্দিন আহমেদ ধূমকেতু ডটকমকে জানান, দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবল সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি ধরনের সক্রিয় রয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বেশ বৃষ্টিপাত হয়েছে। ওই সময়ে সিলেটে ১০০ মিলিমিটার, ঢাকায় ১ মিমি, মাদারীপুরে ২ মিমি, ময়মনসিংহে ২ মিমি, কক্সবাজারে ৩ মিমি, শ্রীমঙ্গলে ৪ মিমি, রংপুরে ১৪ মিমি, দিনাজপুরে ২২ মিমি, তেতুলিয়ায় ৭ মিমি, ডিমলায় ৬৫ মিমি, রাজারহাটে ৯ মিমি, খুলনায় ১৭ মিমি, যশোরে ১১ মিমি এবং  বরিশালে ১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *