প্রচ্ছদ

আফ্রিকার ৮ দেশের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর আফ্রিকার যে আটটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনবিসির খবরে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। যে দেশগুলোর ওপর এ নিষেধাজ্ঞা ছিল সেগুলো হলো, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, ইসোয়াতিনি, মোজাম্বিক, মালাউয়ি।

বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরামর্শ অনুসারে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। কারণ, বিশেষজ্ঞরা এখন নিশ্চিত হতে পেরেছেন, যে টিকাগুলো যুক্তরাষ্ট্রে প্রয়োগ করা হচ্ছে, সেগুলো করোনার অমিক্রনের সংক্রমণ রোধে কার্যকর।

বাইডেন প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বৃদ্ধিতে আফ্রিকার দেশ থেকে আসা ভ্রমণকারীরা কোনো প্রভাব ফেলবে না।

গত নভেম্বর করোনার এই নতুন ধরন শনাক্ত হয়। এরপর ২৯ নভেম্বর আফ্রিকার দেশগুলো থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওই সময় বাইডেনের সমালোচনা করেছিলেন বিশেষজ্ঞরা। কারণ, তাদের মতে, এ ভ্রমণ নিষেধাজ্ঞা খুব একটা কাজে আসে না।

আরো পড়ুন:

১০ হাজার রুশ সেনা ফিরল ইউক্রেন সীমান্ত থেকে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *