আফগানিস্তান সীমান্তের কাছে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এতে অংশ নিয়েছে প্রায় পাঁচশ সেনা। আফগান সীমান্তের কাছাকাছি ও তাজিকিস্তানের পাহাড়ি এলাকায় এ মহড়া চালানো হয়।
সোমবার (৩০ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তাজিকিস্তান ও উজবেকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের সদস্য ছিল। মস্কোর সঙ্গে মিলে এর আগেও দুই দফা সামরিক মহড়া চালায় তারা।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের শেষ দিন কাল। এর মাঝে কাবুলে দুই দিন ধরে হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটছে। কাবুল বিমানবন্দরে সোমবার সকালে আবারও রকেট হামলা চালানো হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের দাবি সন্ত্রাসীদের হামলা প্রতিহত করতে তারা পাল্টা হামলা চালাচ্ছে।
এদিকে কাবুলে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের লক্ষ্য করে এর আগে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
অন্যদিকে কাবুলে একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিএনএনের খবরে বলা হয়, নিহতদের মধ্যে ছয়জন শিশু ও একই পরিবারের চারজন রয়েছেন।
/জেড এইচ