ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: আফগানিস্তান তালেবানের দখলে যেতেই সেদেশ ছাড়তে শুরু করেছে বহু সংখ্যক মানুষ। কাবুল বিমানবন্দরে সৃষ্টি হয় জনসমুদ্রের। এমন পরিস্থিতিতে আফগানিস্তান থেকে শরণার্থীদের স্রোত ঠেকাতে ইরানের সঙ্গে সীমান্ত দেয়াল তুলতে শুরু করেছে তুরস্ক।
এ ব্যাপারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ কিলোমিটার লম্বা একটি দেয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে ইরান সীমান্ত জুড়ে ২৯৫ কিলোমিটার দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে তুরস্কের।
উল্লেখ্য, আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরে তালেবান এখন আন্তর্জাতিক স্বীকৃতি লাভের চেষ্টা করছে। সংগঠনটি এবার দেশ পরিচালনা করতে চায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক রেখে। ইতোমধ্যে তালেবানের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে চীন, রাশিয়া, পাকিস্তান ও তুরস্ক।