প্রচ্ছদ

আফগান মেয়েদের শিক্ষায় তুরস্কের সরকারের পদক্ষেপ

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: আফগানিস্তানে নারী শিক্ষা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো তুরস্ক। দেশটির মেয়েদের জন্য ১০টি স্কুল পুনরায় চালু করেছে আঙ্কারা। এক ঘোষণায় জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসৌগলু।

শুক্রবার মন্ত্রিসভার এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের রাষ্ট্রীয় তহবিলে পরিচালিত মারিফ ফাউন্ডেশনের অধীনে আফগানের ১৪টি মেয়েদের স্কুলের মধ্যে ১০টি আবারও চালু করা হয়েছে। এই ফাউন্ডেশনের অধীনে আফগানিস্তানে মোট ৮০টি স্কুল পরিচালিত হয়ে থাকে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী কাভুসৌগলু জানান, তিনি আফগানিস্তানের তালেবান প্রতিনিধি দলের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন। এই দলের নেতৃত্বে ছিলেন আফগানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এছাড়াও সম্প্রতি আফগানিস্তানের ৫ হাজারেরও বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে তুরস্ক।

আফগানিস্তানে গত ১৫ আগস্ট তালেবান ক্ষমতায় বসার পর মেয়েদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় নিষেধাজ্ঞা দেয়। এ নিয়ে সমালোচনার মুখে পড়ে তালেবান সরকার। তবে দ্রুত স্কুল খুলে দেওয়ার বিষয়ে কাজ চলছে বলেও দাবি করছে গোষ্ঠীটি। মেয়েদের স্কুলে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দিতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ।

আরো পড়ুন:

সন্তান নিলেই বেতনসহ এক বছরের মাতৃত্বকালীন ছুটি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *