ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, আফগানিস্তানের জন্য ‘সমাধান’ খুঁজে বের করতে প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। লন্ডনে সরকারের জরুরি কোবরা কমিটির এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বরিস জনসন বলেছেন, কাবুলে স্থানান্তরের প্রচেষ্টা ‘কিছুটা ভালো হচ্ছে’। আমরা বিমানবন্দরে স্থিতিশীলতা দেখছি।
তিনি আরও বলেন, ‘গতকাল আমরা প্রায় এক হাজার মানুষ স্থানান্তর করতে পেরেছি। আজ আরও এক হাজার জনকে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই যুক্তরাজ্যের নাগরিক। আবার কেউ কেউ আফগানিস্তানের পুনর্বাসন এবং সহায়তা কর্মসূচির অধীনে ফিরেছে।
তিনি বলেন, আমি জনগণকে আশ্বস্ত করতে চাই- আফগানিস্তানের জন্য সমাধান খুঁজতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। তাই প্রয়োজন হলে তালেবানের সঙ্গে কাজ করব। এছাড়া, আফগানিস্তানের প্রতি আমাদের অঙ্গীকার চিরস্থায়ী।