প্রচ্ছদ

আফগানিস্তানে ২৮ কোটি ডলার সহায়তা ছাড় দিবে বিশ্বব্যাংক

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে আর্থিক সহায়তা স্থগিত করেছিল বিশ্বব্যাংক। আটকে থাকা সেই তহবিল থেকে ২৮ কোটি মার্কিন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছে আর্থিক প্রতিষ্ঠানটি। আফগানিস্তানে চলমান সংকট মোকাবিলায় কাজে লাগানো হবে এ অর্থ। স্থানীয় সময় গতকাল বুধবার দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছে।

আফগানিস্তানের মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও ইউনিসেফকে এ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে সূত্র। অর্থ আসবে বিশ্বব্যাংক পরিচালিত আফগানিস্তান রিকন্সট্রাকশন ট্রাস্ট ফান্ড (এআরটিএফ) থেকে। এর আগে এ তহবিলই স্থগিত করা হয়।

তবে অর্থ ছাড়ের আগে এআরটিএফের ৩১ জন দাতার অনুমতির প্রয়োজন পড়বে। এই দাতাদের বেশির ভাগই মার্কিন। এ লক্ষ্যে আগামীকাল শুক্রবার তারা বৈঠক করবেন বলে জানিয়েছে সূত্রগুলো।

এর আগে গত মঙ্গলবার বৈঠক করেন বিশ্বব্যাংকের কর্মকর্তারা। সেখানে এআরটিএফের ১৫০ কোটি ডলারের তহবিল থেকে ৫০ কোটি ডলার ছাড়ের বিষয়ে আলোচনা হয় বলে রয়টার্সকে জানিয়েছে সূত্র।

দীর্ঘ ২০ বছরের আফগান যুদ্ধের পর চলতি বছরের ৩১ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হয়। এর আগেই ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। তখন থেকেই চরম আর্থিক সংকটে রয়েছে দেশটি। দেখা দিয়েছে খাবারের সংকট এবং দারিদ্র্য।

আফগানিস্তান বিশ্লেষকেরা মনে করছেন, বিশ্বব্যাংকের এ অর্থ ছাড় দেশটিতে বেশ স্বস্তি এনে দেবে। সবকিছুর মধ্যে প্রশ্ন উঠেছে, আফগানিস্তানে এই অর্থ কীভাবে পৌঁছাবে। কারণ, আফগানিস্তানে আর্থিক লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। তবে দেশটিতে মানবিক সহায়তা সংক্রান্ত লেনদেন করা যাবে বলে ব্যাংকগুলোকে নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

আরো পড়ুন:

জাতিসংঘে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি করলো বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *