প্রচ্ছদ

আফগানিস্তানে সংঘাত বন্ধের আহ্বান দোহা বৈঠকে

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: আফগানিস্তানে তালেবানের একের পর এক শহর দখলের মধ্যে দোহায় বৈঠকে মিলিত হয়ে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র, চীনসহ সংশ্লিষ্ট দেশ ও সংস্থার প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করা ‘অত্যন্ত জরুরি’ হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার দোহায় এ বৈঠক হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটোর সৈন্য প্রত্যাহার শুরু হওয়ার পর দেশটিতে তালেবানের হামলা বাড়তে থাকে। এরই মধ্যে দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ১৮টির দখল নিয়েছে তালেবান। মার্কিন গোয়েন্দারা বলছে, তালেবান ৯০ দিনের মধ্যে রাজধানী কাবুল দখল করে নিতে পারে।

এই পরিস্থিতিতে দোহার বৈঠকে আফগানিস্তান সরকার ও তালেবানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ছিলেন পাকিস্তান, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও।

দোহার বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, সামরিক শক্তির মাধ্যমে ক্ষমতা দখলকারী কোনো সরকার অন্য কোনো দেশের কাছ থেকে স্বীকৃতি পাবে না।

পাশাপাশি দুই পক্ষকেই যত দ্রুত সম্ভব রাজনৈতিক মীমাংসা ও কার্যকর যুদ্ধবিরতিতে পৌঁছানোর উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়।

বিবৃতিতে কার্যকর রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারলে দেশটির পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *