টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের দ্বিতীয় ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
শনিবার (২২ অক্টোবর) পার্থে এই দুই দলের খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
আফগানিস্তান একাদশ : হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইবরাহিম জাদরান, উসমান গনি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ মালিক ও ফজল হক ফারুকী।
ইংল্যান্ড একাদশ : জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুকস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ ও মার্ক উড।