সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের সদস্যদের হাতে নিতে সংবিধানের ষোড়শ সংশোধন আনা হয়।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
এর আগে গত ৮ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানির জন্য এ দিন ধার্য করেন আপিল বিভাগ।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বারজজ আদালত এ দিন ধার্য করেন।
১০ মাস আগে সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে পুনর্বহাল-সংক্রান্ত ওই সংশোধনী বাতিল রায়ের রিভিউ চেয়ে আবেদন করে সরকার।
২০১৭ সালের ২৪ ডিসেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়।
রাষ্ট্রপক্ষের দাখিল করা ৯০৮ পৃষ্ঠার এ রিভিউ আবেদনে ষোড়শ সংশোধনীর পক্ষে ৯৪টি যুক্তি তুলে ধরা হয়েছে।