স্বাস্থ্য

আন্তর্জাতিক মানের সেবা মিলছে বাংলাদেশ শিশু হাসপাতালে

নিখিল মানখিন, ধূমকেতু বাংলা: বাংলাদেশ শিশু হাসপাতালে (সাবেক ঢাকা শিশু হাসপাতাল) আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে। এমনটি দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছেন, এখানে রয়েছে শিশুদের জন্য পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা। হাসপাতালের প্রায় অর্ধেক নন-পেয়িং বিছানা। বহির্বিভাগে প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার শিশু রোগী চিকিৎসা সেবা পেয়ে আসছে। নবজাতক থেকে ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের সব ধরনের রোগের চিকিৎসা ব্যবস্থা সচল রয়েছে।হাসপাতালের ৫টি মেডিক্যাল বিভাগের  মধ্যে শিশু মেডিসিন বিভাগের ১৪টি সাব স্পেশালিটি বিভাগ রয়েছে। ৬৭৩ শয্যার এই স্বায়ত্তশাসিত  হাসপাতালে রয়েছে সব ধরনের জটিল অপারেশনের ব্যবস্থা। ঢাকা শিশু হাসপাতালের নাম পরিবর্তন করে রাখা হয়েছে- বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

হাসপাতাল কর্তৃপক্ষ ধূমকেতু বাংলাকে জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিবেশ ও ব্যবস্থাপনা অত্যাধুনিক করা হয়েছে। শিশুদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে শিশু কার্ডিয়াক সেন্টার উদ্বোধন করেছেন। হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব রয়েছে। এ পর্যন্ত ৮৩০টি অস্ত্রোপচার ছাড়া ক্যাথল্যাব এর মাধ্যমে হার্টের অপারেশন করা হয়েছে। ৭৫০টি হার্টের ছিদ্রসহ জটিলতা শনাক্ত করা হয়েছে। প্রতিদিন ৫০ থেকে ৬০টি শিশু রোগীর ইকো করা হয়। শিশুদের এমন কোনও চিকিৎসা নেই, যা এই হাসপাতালে করা হয় না। হাসপাতালের ৫টি মেডিক্যাল বিভাগের মধ্যে শিশু মেডিসিন বিভাগের ১৪টি সাব স্পেশালিটি বিভাগ রয়েছে। এগুলো হলো পেডিয়েট্রিক কার্ডিওলজি, পেডিয়েট্রিক নেফ্রলজি এন্ড কিডনি ডিজিজ, পেডিয়েট্রিক নিউরো সায়েন্স, নিওনেটাল মেডিসিন (নিওনেটলজি), পেডিয়েট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি এন্ড নিউট্রিশন, পেডিয়েট্রিক রেসপাইরেটরী মেডিসিন (পালমোনলজি), পেডিয়েট্রিক হেমাটো-অনকোলজি, পেডিয়েট্রিক এন্ড্রক্রাইনোলজি এন্ড মেটাবলিক ডিসঅর্ডার, পেডিয়েট্রিক ইনফেকশাস ডিজিজ এন্ড কমিউনিটি পেডিয়েট্রিকস, জেনারেল পেডিয়েট্রিকস, পেডিয়েট্রিক রিউম্যাটলজি, ইমারজেন্সি অবজারভেশন এন্ড রেফারাল, এডোলেসেন্ট পেডিয়েট্রিকস, হাই ডিপেনডেন্সি এন্ড আইসোলেশন, পেলিয়েটিভ কেয়ার।

শিশু সার্জারি ডিভিশনের ৫টি সাব স্পেশালিটি বিভাগ যথা, পেডিয়েট্রিক বার্ণ এন্ড রিকন্সট্রাক্টিভ সার্জারি, নিওনেটাল সার্জারি, পেডিয়েট্রিক ইউরোলজি, পেডিয়েট্রিক নিউরোসার্জারি ও পেডিয়েট্রিক মিনিমাল ইনভেসিভ সার্জারি।

এছাড়া বিশেষায়িত চিকিৎসা সেবার মধ্যে আছে শিশু নিবিড় পরিচর্যা বিভাগ (পিআ=ইসিইউ), নবজাতক নিবিড় পরিচর্যা বিভাগ (এনআইসিইউ), শিশু হৃদরোগ কেন্দ্র, পেডিয়েট্রিক কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট, রিকভারি ইউনিট, হাই ডিপেনডেন্সি এবং আইসোলেশন ইউনিট, এনআইসিইউ, এসসিএনইউ, পোস্ট কার্ডিয়াক ক্যাথল্যাব সার্ভিস, ক্রিটিক্যাল কেয়ার নেফ্রলজি (কিডনি) এবং ডায়ালাইসিস (সিসিএন্ড এন্ড ডি), ডিএনএ ল্যাবরেটরি, শিশু ফিজিওথেরাপি সেন্টার, ইন্টারভেনশনাল এন্ডোসকপি সেন্টার, শিশু থ্যালাসেমিয়া সেন্টার এবং শিশু এ্যাজমা সেন্টার এর মাধ্যমে শিশুদের চিকিৎসা সেবা সফলভাবে চালু রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, এই হাসপাতালে শিশু চিকিৎসার উপর উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয় এবং সরকারের শিশু স্বাস্থ্য বিষয়ে প্রায় সকল ধরনের প্রশিক্ষণ এই হাসপাতালে হয়ে থাকে। বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর কোর্স সমূহের মাধ্যমে এফসিপিএস (জেনারেল পেডিয়েট্রিক), এফসিপিএস নিউনেটোলজি, পেডিয়েট্রিক নেফ্রোলজি, পেডিয়েট্রিক ইউরোলজি এন্ড ডেভেলপমেন্ট, পেডিয়েট্রিক হেমাটোলজি-অনকোলজি, পেডিয়েট্রিক পালমোনোলজি এবং এমডি রেসিডেন্সি প্রোগ্রাম, এম এস পেডিয়েট্রিক সার্জারি, ডিসিএইচ, বিএসসি-ইন হেলথ টেকনোলজি, ডিপ্লোমা ইন পেডিয়েট্রিক নার্সিং এর মাধ্যমে দেশে দক্ষ ও অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ, পেডিয়েট্রিক নার্স ও সহযোগী জনবল তৈরির মাধ্যমে শিশু স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

এই হাসপাতালে ঢাকা ও ঢাকার আশপাশসহ সারাদেশ থেকে আসা রেফার্ডকৃত শিশু রোগীর মধ্যে গড়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ জন শিশু রোগী ভর্তি হন। সর্বসাধারণের আধুনিক উন্নত চিকিৎসা সেবা পাওয়ার লক্ষ্যে এখানে প্রায় অর্ধেক সংখ্যক বিছানায় রোগীর ফ্রি চিকিৎসা অর্থাৎ বিছানা ভাড়া, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধপত্র, খাবার-পথ্য সবই ফ্রি করা হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বাংলাদেশ শিশু হাসপাতালের অবকাঠামোসহ চিকিৎসাসেবা ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন  এসেছে। সম্প্রতি সময়ের উন্নয়ন কাজের মধ্যে রয়েছে ৩ নং ওয়ার্ড রেনুভেশন ও এনআইসিইউ এর বেড সংখ্যা ৮ থেকে ১৬ বেডে উন্নীতকরণ। বি-ব্লকের পশ্চিম পাশের নর্দমা -আবর্জনা পরিস্কার করে খেলার মাঠ তৈরি করা হয়েছে।  সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ঢাকা শিশু হাসপাতালের যৌথ বাস্তবায়নে মডুলার অপারেশন থিয়েটার এন্ড স্টেম সেল কমপ্লেক্স স্থাপন।  এ্যাডভান্সড্ শিশু সার্জারি এন্ড স্টেম সেল থেরাপি ইউনিট  আধুনিক সার্জিক্যাল ওয়ার্ড,  সার্জিক্যাল আইসিইউ, এইচ ডি ইউ, পোষ্ট অপারেটিভ ওয়ার্ড সহ অপারেশন থিয়েটার কমপ্লেক্স এর উন্নয়ন সাধিত হয়েছে। ইমারজেন্সি এবং সার্জারী আউটডোরে এসি স্থাপন। পুরাতন বহির্বিভাগ সংস্কারসহ এসি স্থাপন। তুরস্কের অর্থায়নে ঢাকা শিশু হাসপাতাল জামে মসজিদের সম্মুখে নতুন বহির্বিভাগ নির্মাণ। অটোমেশন সিষ্টেম চালু করণের কাজ চলমান রয়েছে।  স্থাপিত হয়েছে নার্সিং ইনস্টিটিউট, অক্সিজেন মেনিপোল, ডায়ালাইসিস ইউনিট, কার্ডিয়াক এইচ ডি ইউ, প্রি-ক্যাথ ও পোষ্ট-ক্যাথ চালু হওয়ার চিত্র প্রত্যক্ষ করা গেছে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. সৈয়দ সফি আহমেদ বলেন, জটিল অপারেশনসহ বিশ্বমানের পূর্ণাঙ্গ চিকিৎসা মেলে ৬৭৩ শয্যার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। শিশুদের জন্য এতো বড় চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বিশ্বে খুব কমই রয়েছে। হার্ট, কিডনি জটিলতা, ভাল্ব সংযোজন, হার্টের ছিদ্র অপারেশনসহ শিশুদের সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে সবচেয়ে বড় স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানে। গরীব থেকে উচ্চবিত্ত- সব শ্রেণীর মানুষ উন্নত মানের সেবা পেতে এই হাসপাতালে আসেন। গত তিন বছরে হাসপাতালে ব্যাপক উন্নয়ন হয়েছে। সব কিছুতেই আমূল পরিবর্তন। পুরো হাসপাতালটিতে এখন পরিস্কার-পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ বিরাজ করছে। অত্যাধুনিক ব্যবস্থাপনায় পরিচালিত এই হাসপাতালে আছে শিশু বিকাশ কেন্দ্র। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রোগীদের চিকিৎসা সেবা চলছে। অনেক বেসরকারি হাসপাতালের পরিবেশও এমন নয়। এত সব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতা ও সরাসরি হস্তক্ষেপের কারণে।

আরো পড়ুন:

ফাইভ-জি প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে : টেলিযোগাযোগ মন্ত্রী

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *