Uncategorized

আন্তর্জাতিক দাতাগোষ্ঠী আফগানিস্তান সংশ্লিষ্ট স্বাস্থ্য ও খাদ্য তহবিলে ছাড় দিবে

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: আফগানিস্তানে স্বাস্থ্য ও খাদ্য সহায়তা দিতে জব্দ করা অর্থ ছাড়ে রাজি হয়েছে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী। বিশ্ব ব্যাংক বলেছে, স্থগিত থাকা তহবিল থেকে দাতারা ২৮০ মিলিয়ন ডলার আফগানিস্তান সংশ্লিষ্ট জাতিসংঘের স্বাস্থ্য ও খাদ্য তহবিলে ছাড়ে রাজি হয়েছে।

বিশ্ব ব্যাংক পরিচালিত আফগানিস্তান রিকনস্ট্রাকশন ট্রাস্ট ফান্ড থেকে ওই অর্থ জাতিসংঘের ডব্লিউএফপি ও ইউনিসেফে স্থানান্তরিত হবে। খবর বিবিসি অনলাইনের।

গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর আন্তর্জাতিক দাতাগোষ্ঠী দেশটিতে অর্থ সহায়তা বন্ধ করে দেয়। এতে দেশটি গভীর মানবিক ও অর্থনৈতিক সংকটে পড়ে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, দেশটির অর্ধেকের বেশি মানুষ তীব্র ক্ষুধার হুমকিতে আছে। ৩০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। শুরুতে তীব্র খরায় গম চাষে মারাত্মক ক্ষতি হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পরিস্থিতিকে খারাপের দিকে নিয়ে যায়। পরে তালেবান ক্ষমতা দখলের পর পশ্চিমা দেশগুলো অর্থ সহায়তা স্থগিতের ঘোষণা দিলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠে।

পশ্চিমা শক্তিগুলো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো দেশটির প্রায় ১০ বিলিয়ন ডলার রিজার্ভ স্থগিত করে। বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলও একই রকম সিদ্ধান্ত নেয়।

ডব্লিউএফপি জানিয়েছে, দেশটিতে শীতকাল শুরু হয়েছে। আর তাই সহায়তার ওপর নির্ভরশীল দেশটিতে আনুমানিক ২৩ মিলিয়ন মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দরকার। ডব্লিউএফপি এই পরিস্থিতিকে ‘পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট’ বলে আখ্যা দিয়েছে।

আরো পড়ুন:

তালেবান ইস্যুতে সন্দেহের দোলাচলে পাক-মার্কিন সম্পর্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *