ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: আদিম যুগে জীবনের নিরাপত্তার জন্য গুহার মধ্যে মানুষ বসবাস করলেও এখন আধুনিক দালান কোঠাই সবার বসবাসস্থল। তবে ফের গুহামানব হওয়ার সুযোগ নিয়ে এলো মেক্সিকো। দেশটির এক আদিম গুহায় বসানো হয়েছে বিলাসবহুল এক রেস্তোরা।
জানা যায়, গুহার মধ্যে থাকা সেই রেস্তোরাঁর নাম লা গ্রুটা। পাথরের সিঁড়ি বেয়ে প্রবেশ করতে হয় সেখানে। মেক্সিকোর সান জুয়ান টিওটিহুয়াকানে এ রেস্তোরাঁর অবস্থান।
প্রচলিত আছে যে, টিওটিহুয়াকান এমন একটি জায়গা যেখানে মানুষ ঈশ্বরে রূপান্তরিত হত। অঞ্চলটি বরাবরই পর্যটকদের আকর্ষণ করে। প্রতি বছর হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমান। সেখানে ঘুরে দেখার পর ক্লান্ত শরীর তাজা করার এক আকর্ষণীয় জায়গা হলো এই গুহা রেস্তোরাঁ।
সেখানে প্রাকৃতিক গুহার মধ্যে বসে আধুনিক এবং সুস্বাদু মেক্সিকান খাবার উপভোগ করার আনন্দ নিতে পারেন পর্যটকেরা।
বিশেষজ্ঞদের মতে, এক সময় এই অঞ্চলে সক্রিয় আগ্নেয়গিরি ছিল। অগ্নুৎপাতের ফলেই পাহাড়ি জায়গায় এই গুহার সৃষ্টি হয়েছিল।
আরো পড়ুন: