পর্যটন ও পরিবেশ

আদিবাসী মালিকানায় ফিরলো বিশ্ব ঐতিহ্যের রেইনফরেস্ট

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: বিশ্বের সবচেয়ে পুরনো রেইনফরেস্ট অস্ট্রেলিয়ার ডেইনট্রি বনভূমি এর আদিবাসী জিম্মাদারদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এক ঐতিহাসিক চুক্তির অধীনে এই মালিকানা হস্তান্তর করা হয়েছে।

বিশ্ব ঐতিহ্য ঘোষিত রেইনফরেস্টটির বয়স ১৮ কোটি বছরের বেশি। এই বনভূমিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আদিবাসী জনগোষ্ঠী। ঐতিহাসিক চুক্তির ফলে এখন পূর্বাঞ্চলীয় কুকু ইলানজি জনগোষ্ঠী কুইন্সল্যান্ড রাজ্য সরকারের সঙ্গে ন্যাশনাল পার্কটি তদারকি করবে।

ডেইনট্রি রেইনফরেস্টের সীমান্ত গ্রেট ব্যারিয়ার রিফ পর্যন্ত বিস্তৃত আর এটি অস্ট্রেলিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র। এটি প্রাচীন বাস্তুতন্ত্র, প্রাকৃতিক সৌন্দর্য্য, বন্য নদী, জলপ্রপাত, ঘাট আর সাদা বালুর তটের জন্য প্রখ্যাত। চুক্তির আওতায় কুইন্সল্যান্ড ন্যাশনাল পার্ক ছাড়াও থাকবে সেডার বে, ব্ল্যাক মাউন্টেন এবং হোপ দ্বীপ। পুরো এলাকার আয়তন প্রায় এক লাখ ৬০ হাজার হেক্টর।

ডেইনট্রি রেইনফরেস্টের দেখভালের মালিকানা পূর্বাঞ্চলীয় কুকু ইলানজি জনগোষ্ঠীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের মাধ্যমে কুইন্সল্যান্ড সরকার বিশ্বের সবচেয়ে পুরনো জীবন্ত সংস্কৃতিকে স্বীকৃতি দিয়েছে।

আরো পড়ুন:

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *