বিনোদন প্রতিবেদক, ধূমকেতু ডটকম: মাদক কাণ্ডে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবং অন্য দু’জনকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে দিয়েছেন মুম্বাই আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এনসিবির বিশেষ প্রসিকিউটর আইনজীবী অদ্বৈত শেঠনা আসামিদের ২ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন। তবে, আদালত ১ দিনের হেফাজতে পাঠিয়েছেন।
আরিয়ান খানের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী সতীশ মানেশিন্ডে। তিনি আদালতের কাছে একদিনের হেফাজতে পাঠানোর আবেদন করেন। যেন নিয়মিত আদালত তার মক্কেলের জামিন আবেদনের শুনানি করতে পারেন।
সতীশ মানেশিন্ডে যুক্তি দিয়েছিলেন, প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, অপরাধগুলো জামিনযোগ্য। আরিয়ান খানকে আয়োজকরা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তার কাছে টিকিট বা বোর্ডিং পাসও ছিল না।
তিনি আরও বলেছিলেন, এনসিবি কর্মকর্তারা তার ব্যাগে কিছুই খুঁজে পাননি। এমনকি এনসিবি তার ফোন চ্যাটেও কিছু পাননি। তার কাছ থেকে কিছুই পাওয়া যায়নি, তারপরও তারা ২ দিনের হেফাজতের আবেদন করেছেন। আমি আদালতকে ১ দিনের পুলিশ হেফাজতে দেওয়ার অনুরোধ করছি। যেন আমরা নিয়মিত আদালতে যেতে পারি।
দু’পক্ষের যুক্তি শেষে আদালত গ্রেপ্তার হওয়া তিন আসামিকে ৪ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতে পাঠিয়েছেন।
আরো পড়ুন: