নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: দেশের আট জেলায় করোনাভাইরাসে শনাক্তের হার নেমেছে পাঁচ শতাংশের নিচে। ৩৪ জেলায় তা পাঁচ থেকে নয় শতাংশের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর আজ বৃহস্পতিবার সারাদেশে করোনার সংক্রমণ কমে আসার এই তথ্য জানিয়েছে।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ৮ মার্চ। করোনাভাইরাসের বিস্তার রোধে ওই বছর ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
দলে দলে অনেকে ঢাকা ছেড়ে নিজ জেলায় যান। গবেষণা বলছে, এ কারণেই সারা দেশে ছড়িয়ে পড়ে সংক্রমণ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩৪ জেলায় তা পাঁচ থেকে নয় শতাংশ এবং ১৯ জেলায় সংক্রমণ হার ১০ থেকে ১৯ শতাংশ। তবে এর ঠিক বিপরীত অবস্থা পঞ্চগড় ও ঝিনাইদহে। জেলা দুটি রয়েছে রেড জোনে। সেগুলোতে সংক্রমণের হার ২০ শতাংশের ওপরে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই। এখন যেভাবে দেশের মানুষ চলাচল করছেন, সেই শঙ্কাই বাড়ছে বলে মত তাদের। তাই টিকাদান কার্যক্রমকে আরো বেগবান করার তাগিদ সংশ্লিষ্টদের।
আরো পড়ুন: