প্রচ্ছদ

আটক হলেন কলম্বিয়ার ‘মাদক সম্রাট’ অ্যাতোনিয়েল

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: কলম্বিয়ার ‘মাদক সম্রাট’ এবং দেশটির সবচেয়ে বড় অপরাধী চক্রের প্রধান দাইরো আন্তোনিও উসুগাকে আটক করা হয়েছে।

সেনাবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে শনিবার তাকে আটক করা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। আন্তোনিও উসুগা ‘অ্যাতোনিয়েল’ নামেই বেশি পরিচিত।

তাকে আটকের পর একটি টেলিভিশন বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট আইভ্যান ডুকে বলেন, ‘এই শতকের মধ্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এটা সবচেয়ে বড় আঘাত, একে শুধুমাত্র নব্বইয়ের দশকে পাবলো এসকোবারের পতনের সঙ্গে তুলনা করা যায়।’

অ্যাতোনিয়েলকে আটকের অভিযানে পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন বলেও জানান তিনি।

অ্যাতোনিয়েল সম্পর্কে তথ্য পেতে আট লাখ (সাত কোটি টাকার বেশি) মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল কলম্বিয়ার সরকার। তাকে ধরিয়ে দিতে পাঁচ মিলিয়ন ডলার (প্রায় ৪৫ কোটি টাকা) ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

পানামা সীমান্তবর্তী অ্যান্টিকোয়া প্রদেশের প্রত্যন্ত আস্তানা থেকে অ্যাতোনিয়েলকে আটক করা হয়।

৫০ বছর বয়সী এই মাদক ব্যবসায়ীকে ধরতে সাম্প্রতিক বছরগুলোতে অসংখ্য অভিযান চালানো হয়েছে, যেসব অভিযানে হাজার হাজার কর্মকর্তা অংশ নেন। কিন্তু কোনো অভিযান সফল হয়নি।

১০ বছর আগে নববর্ষের পার্টিতে পুলিশের একটি অভিযানে তার ভাই নিহত হওয়ার পর গালফ ক্ল্যানের প্রধান হয়ে ওঠেন অ্যাতোনিয়েল, যেটি আগে উসুগা ক্ল্যান নামে পরিচিত ছিল।

কলম্বিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই দলটি হচ্ছে দেশের সবচেয়ে শক্তিশালী অপরাধী চক্র। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের বর্ণনা অনুযায়ী, এরা ভারী অস্ত্রে সজ্জিত চরম সহিংস একটি দল। কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্র, এমনকি রাশিয়া মাদক পাচারের রুটগুলো নিয়ন্ত্রণ করে এই চক্রটি।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের একটি বিচারে অভিযুক্ত হয়েছেন অ্যাতোনিয়েল। ফলে তাকে বিচারের জন্য বহিঃসমর্পণ চাইতে পারে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে তাকে নিউইয়র্কের আদালতেও হাজির করা হতে পারে।

আরো পড়ুন:

উত্তর কোরিয়াকে মিসাইল পরীক্ষা বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *