নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন ‘আপত্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে আটকের পর বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গতকাল সোমবার রাতে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে মুফতি ইব্রাহীমকে গোয়েন্দা পুলিশের একটি দল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

সোমবার রাতে বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে মুফতি ইব্রাহীম নিজের ফেসবুক পেজে লাইভে এসে উচ্চকণ্ঠে বলতে থাকেন, ‘গুন্ডা’ ও ‘র’–এর এজেন্ট তার বাড়ি ঘিরে ফেলেছে।

ডিএমপি কমিশনার বলেন, ‘বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জন্য মুফতি ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদুত্তর দিতে পারলে তাকে ছেড়ে দেওয়া হবে, না পারলে গ্রেপ্তার করা হবে।’

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ফারুক হোসেন জানান, মুফতি ইব্রাহীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে আপত্তিকর বক্তব্য প্রচারের অভিযোগ রয়েছে মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে।

আরো পড়ুন:

স্বাধীন বাংলাদেশে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না: র‍্যাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *